১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

মতিঝিলে হোটেল থেকে লাশ উদ্ধার

দেশজনতা ডেস্ক :

রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত আসমা হোটেলের একটি কক্ষ থেকে রোববার রাত সোয়া ১১টায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 আসমা হোটেলের ব্যবস্থাপক জুয়েল মিয়া জানান, জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি ১১ মে মানিকগঞ্জ থেকে এসে হোটেলটির দ্বিতীয় তলার পাঁচ নম্বর কক্ষটি ভাড়া নেন। রোববার রাতে তার রুম থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, খাটের উপরে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৫, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ