২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪১

শহীদ জেহাদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে আটক ৫

নিজস্ব প্রতিবেদক:

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া জেহাদ দিবস উপলক্ষে রাজধানীতে অবস্থিত জেহাদ স্কয়ারে ফুল দিতে এসে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে ফুল দিতে এসে আটক হন তারা। জেহাদ স্কয়ারে ফুল দিতে সকাল ৮ থেকে জড়ো হয় বিএনপি এবং ছাত্রদলের প্রায় কয়েকশ নেতাকর্মী।

সকাল সাড়ে ৯টায় জেহাদ স্কয়ারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা আমান উল্লাহ আমানের নেতৃত্বে ফুল দিতে গেলে পুলিশ পেছন থেকে ধাওয়া দেয় এবং চার জনকে আটক করে বলে দাবি করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২০দলীয় জোট শরীক দল এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ-সাংগঠনিক সশরাফ ফারুকি হিরা, তেজগাঁও কলেজের দপ্তর সম্পাদক জুয়েল ভূইয়া। এসময় শহীদ জেহাদের ভাই কে এম সরফ উদ্দিনকে পুলিশ আটক করলে পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সহ-দপ্তর মুনির হোসেন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা সফিউল বারী বাবু, সাদরাজ জামান, নজরুল ইসলাম, মোর্শেদ আলম, ছাত্রদলের মধ্যে ছিলেন সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল আহসান, এ ছাড়াও নাজমুল হাসান, তারেকুজ্জামান, আলমগীর হোসেন সোহাম, জহিরুল ইসলাম বিপ্লব, কাজী মোকতার হোসেন, আরিফা সুলতানা রুমা, মিনাজুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারি, গাজী জুয়েল, শাহাদাৎ চৌধুরী, মামুন খান, শিরিন আহম্মেদ প্রমুখ।

স্বৈরাচার এইচএম এরশাদের সামরিক শাসন আমলে ১৯৮৯ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে নিহত হন শহীদ নাজির উদ্দিন জেহাদ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ