১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

মোবাইল কোর্টের কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত চলবে

নিজস্ব প্রতিবেদক:

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এ আদেশের ফলে আপাতত মোবাইল কোর্টের কার্যক্রম চলতে কোনো বাধা রইল না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসংক্রান্ত ২০০৯ সালের আইনের একাটি ধারা ও উপধারাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে গত ১১ মে রায় দেন হাইকোর্ট।
আদেশে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়। এর পর রাষ্ট্রপক্ষ গত ১৫ মে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন। আবেদনটি শুনানির জন্য পরে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। সেই আবেদনের শুনানি নিয়ে গত ২১ মে হাইকোর্টের রায় স্থগিত করেন। এরপর কয়েকবার রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য আপিল বিভাগে আবেদন করে সময় নেন।
সেই ধারাবাহিকতায় আজও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এমএস আজিম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ