১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ ৯ কেন্দ্রীয় নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলটির ৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার উত্তরা থেকে গত সোমবার সন্ধ্যায় এদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি গণমাধ্যমকে কিছু জানাতে চাননি।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় জামায়াতের শীর্ষ পর্যায়ের এসব নেতারা একটি বৈঠকে বসেছিলেন। সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, চট্টগ্রাম মহানগর আমির মো. শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেকও রয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ