১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

১১ আলোকবর্ষ দূর থেকে সংকেত পাঠাল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

মহাকাশের একটি খুদে নক্ষত্র থেকে ভেসে এসেছে সংকেত। কিন্তু এর পিছনে রয়েছে কে? ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে তর্কের শেষ নেই। এই বিশাল ব্রহ্মাণ্ডের যেসব জায়গায় বিজ্ঞান এখনো পৌঁছতে পারেনি, সেসব স্থান নিয়েই মানুষের চিরায়ত কৌতূহল। তেমনই এক স্থান থেকে এবার ভেসে এল এক রহস্যময় সংকেত।

জানা গিয়েছে, ১১ আলোকবর্ষ দূর থেকে ভেসে আসা সংকেতটি ধরা পড়েছে পোর্তো রিও বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের রেডিও টেলিস্কোপ যন্ত্রে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই সংকেত ইতিমধ্যেই ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। তারা জানিয়েছেন যে দূরত্ব থেকে এই সংকেত ভেসে এসেছে, তার হদিস কোনো সাধারণ টেলিস্কোপ যন্ত্রে পাওয়া সম্ভব নয়।  আরো জানা গিয়েছে, সিগন্যালটি এসেছে একটি লাল বামন নক্ষত্র থেকে, যার জ্যোতি সূর্যের থেকে প্রায় ২৮০০ গুণ ম্লান। সম্ভবত ওই নক্ষত্রের কাছাকাছি অবস্থানকারী কোনো গ্রহ থেকেই আসছে সংকেত।

কিন্তু মহাকাশের ওই সুদূর প্রান্ত থেকে কে পাঠাল সংকেত? পোর্তো রিও বিশ্ববিদ্যালয়ের স্ট্রোবায়োলজিস্ট এবেল মেন্ডেজ জানান, এর পিছনে ভিন গ্রহে প্রাণের অস্তিত্বজনিত কোনো রহস্য থাকতেও পারে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এটি মহাকাশে ভাসমান মানুষের তৈরি কোনো যন্ত্রের থেকেও আসতে পারে। তার কথায়, ‘হতে পারে নক্ষত্র নয়, মহাকাশে ভেসে বেড়ানো কোনো কৃত্রিম উপগ্রহের থেকে ধরা পড়েছে এই সংকেত।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ