১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৬

রোহিঙ্গাবাহী নৌকাডুবি: আরো ৬ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তের নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার পর থেকে ওই ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত মোট ১৮ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ থানার ওসি মো. মঈনউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রোববার রাতে ৬০ জনের মতো রোহিঙ্গা বাংলাদেশি নৌকায় করে নাইক্ষ্যং দ্বীপ থেকে শাহপরীর দ্বীপে আসছিলেন। প্রবল ঢেউয়ে নদীর গোলারচরের ডুবোচরে নৌকাটি আটকে যায়। তখন প্রবল ঝড়ো হাওয়ায় নৌকাটি উল্টে গেলে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১০:২৩ পূর্বাহ্ণ