১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

পুলিশ ভ্যান থেকে আসামির পলায়ন: ৮ পুলিশ ক্লোজড

মাদারীপুর প্রতিবেদক:

মাদারীপুরে কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে শহিদুল হাওলাদার নামে এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। সোমবার সকাল ৯টার দিকে আদালত চত্বরেই এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কর্তব্যরত ৮ পুলিশকে দায়িত্বে অবহেলায় অভিযোগে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে চুরি মামলার আসামি শহিদুলকে কুতুবপুর হাট এলাকা থেকে পুনরায় গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

রমেশ চন্দ্র দাস জানান, এখনো (সন্ধা সাড়ে ৬টা) ক্লোজড হওয়া পুলিশের নাম ও পদবি সঠিকভাবে জানা যায়নি। তবে ক্লোজড হওয়া সবাই মাদারীপুর কোর্ট পুলিশ বলে তিনি জানান।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, আদালত চত্বরে পুলিশ ভ্যান থেকে চুরির মামলার আসামি শহিদুল হাওলাদার পালিয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে পলাতক আসামি শহিদুলকে শিবচর থানা পুলিশ কুতুবপুর হাট এলাকা থেকে পুনরায় গ্রেফতার করে। আসামি পলাতকের অপরাধে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় কর্তব্যরত ৮ পুলিশকে দায়িত্বে অবহেলায় অভিযোগে পুলিশ লাইনে ক্লোজড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৯:২৩ অপরাহ্ণ