২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৯

বুধবার দেশব্যাপী বিক্ষোভ বিএনপির

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।বুধবার ঢাকা মহানগরসহ সারা দেশে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ  বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।সোমবার রাজধানীর বিভিন্ন স্পটে তারা মিছিল করে।

এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারির প্রতিবাদে মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল জেলা ও মহানগরে এবং ছাত্রদল  জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করবে। ছাত্রদল একই কর্মসূচি বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজগুলোতে করবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমরা সম্প্রতি পাশবিক কায়দায় সর্বোচ্চ আদালত ধ্বংসের ধারাবাহিকতা লক্ষ্য করছি। কদিন ধরে সর্বোচ্চ আদালতের ওপর সরকারের  বেপরোয়া আস্ফালনে  দেশবাসী বিমূঢ় ও বিস্ময়ে হতবাক।তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক।

এখন সেই আস্ফালনে উৎসাহিত হয়ে সরকার বিএনপি চেয়ারপারসনসহ জাতীয়তাবাদী শক্তির ওপর আক্রমণ শুরু করেছে। যার প্রথম বহিঃপ্রকাশ হলো খালেদা জিয়ার বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি, উল্লেখ করেন তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ