১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

মহিলা দল ডেমরা যাত্রাবাড়ী শ্যামপুর থানার কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
জাতীয়তাবাদী মহিলা দল ডেমরা, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, কর্মীরাই বিএনপির মূল শক্তি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে এখনি প্রস্তুতি নিতে হবে। আন্দোলন ছাড়া কোনভাবেই বর্তমান দু:শাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
কর্মীসভার উদ্বোধন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলীমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহানগর দক্ষিণ বিএনপির সাংঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীন, মহিলা দল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামসুন্নেহার ভূঁইয়া প্রমুখ।

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৭:০১ অপরাহ্ণ