১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:০১

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আমির

স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ডান-পায়ের চোট নিয়ে তাকে দর্শক হয়ে থাকতে হবে ওয়ানডে সিরিজে। দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় দিন চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর এমআরআই করা হলে দেখা মেলে চোটের।

অবশ্য চোটটা পেয়েছিলেন দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনে। ১৭তম ওভারে মাত্র তিনটি বল করার পরই ব্যথায় আর ওভার শেষ করতে পারেননি। ফিরে যান সাজঘরে। চোট নিয়ে স্বস্তি পাচ্ছিলেন না বলে শনিবার দ্বিতীয় দিন বল করেছিলেন মাত্র দুই ওভার। এ চোট থেকে সুস্থ হতে সময় লাগবে তিন সপ্তাহ।

এই টেস্টে বোলিং করতে না পারলেও দলের প্রয়োজনে ব্যাট করবেন আমির। ওয়ানডেতে আমিরের বদলি ঘোষণা করা হবে শিগগিরই।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ