নিজস্ব প্রতিবেদক:
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশ করতে ফের দুই সপ্তাহের সময় পেল সরকার। তবে গেজেট প্রকাশে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জিত আপিল বিভাগ।
সোমবার সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আবারো সময় আবেদন করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বেধীন আপিল বেঞ্চ আবেদন গ্রহণ করে দুই সপ্তাহ সময় দেন। একই সঙ্গে সরকার পক্ষের বারবার সময় আবেদনে লজ্জা প্রকাশ করেন আদালত।
জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা বিধানের জন্য আলাদা শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনা ছিল। কিন্তু সেটি আজও প্রণয়ন হয়নি।
দৈনিক দেশজনতা/এমএইচ