১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

মঙ্গলবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কলেরার টিকা

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল মঙ্গলবার থেকে আড়াই লাখ রোহিঙ্গা শিশুসহ সাড়ে ছয় লাখ জনগণকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগণের মধ্যে কলেরা প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাসহ স্থানীয় আশ্রয়দাতা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কলেরা রোগের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের কলেরার টিকা দেওয়া হবে। এছাড়া নারী ও পুরুষদের ওরাল কলেরার ভ্যাকসিন দেওয়া হবে।

নাসিম বলেন, দুই রাউন্ডে এই টিকা দেওয়া হবে। প্রথম রাউন্ডের কার্যক্রম আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে ১৬ অক্টোবর শেষ হবে। দ্বিতীয় রাউন্ডে টিকাদান কর্মসূচি ৩১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৫ নভেম্বর। মঙ্গলবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ