২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৮

অসুস্থ হয়ে তোফা ও তোহুরা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা শিশু তোফা ও তোহুরাকে আজ ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তোহুরার হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাদের দুজনকে নিয়েই হাসপাতালে এসেছে তাদের মা সাহিদা বেগম ও বাবা রাজু মিয়া।

মা সাহিদা বেগম জানান, তোহুরার ৪-৫ দিন ধরে জ্বর হয়েছে। এরপর থেকে সে কিছু খেতে চায় না। খেলেই বমি করে। তাছাড়া তার প্রসবেও সমস্যা হয়েছে। ডাক্তাররা তার সমস্যার কথা জানার পর তাকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ১:৫৩ অপরাহ্ণ