স্পোর্টস ডেস্ক:
নিজেরা প্রথম ইনিংসে ৪৮২ রান করার পর শ্রীলঙ্কা পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৬২ রানে গুটিয়ে দিয়েছিল। তবে রোববার দুবাই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বিপদে পড়েছে। মাত্র ৩৪ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং ভিত্তিতা তাই বড় ধরনের নাড়াই খেয়েছে। তবু তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার ২৫৪ রানের লিড। প্রথম ইনিংসে তাদের ২২০ রানের লিডটাই এগিয়ে রেখেছে।
আগের দিনের পাকিস্তান কোন উইকেট না হারিয়ে ৫১ রান নিয়ে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করে। দিবা-রাত্রির টেস্টটিতে আজহার আলি ও হারিস সোহেল ফিফটি পেয়েছেন। এছাড়া দু-একটি ছোট ছোট ইনিংস এসেছে। কিন্তু কোনটিই বড় হয়নি। তাই ১০ উইকেটে হারানো শেষে ২৬২ রানের বেশি যোগ হয়নি। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অমন ধসের মুখে পড়বে পাকিস্তানও নিশ্চয়ই এমন ভাবেননি। ইনজুরিতে পড়ে মোহাম্মদ আমির আর বল করতে পারছেন না। তাই কিছুটা হলেও তাদের বোলিংয়ের ধার কমেছে। ওয়াহাব রিয়াজ ৩ উইকেটে ও ইয়ারসির শাহ এবং মোহাম্মদ আব্বাস ১ উইকেট করে নিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনংসের মেরুদন্ডটাই ভেঙে দিয়েছেন।
তারপরও পাকিস্তানকে এই টেস্টে ভালো ফল করতে হলে বড় পথই পাড়ি দিতে হবে। শ্রীলঙ্কার লিডটা তো আর কম হয়নি। তার উপর পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। রঙ্গনা হেরাথকেও সামলাতে হবে। কৃত্রিম আলোতে বলটা আবার গোলাপি।
দৈনিকদেশজনতা/ আই সি