৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২১

বাঞ্ছারামপুরে কল্যান সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাঞ্ছারামপুর সদরের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০১৬ সালের বার্ষিক মেধা বৃত্তি ও ২০১৭ সালের এসএসসি, দাখিল ও জিপিএ-৫ প্রাপ্ত ৫৩০ জন ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেটের মাধ্যমে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক প্রকৌশলী আজহারুল হক, সহ-সভাপতি মিজানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সফিকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু, শিক্ষা সম্পাদক সাঈদ আহমেদ বাবু, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সেলিম মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি, বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দিয় নির্বাহী সদস্য এডভোকেট রফিক সিকদার,মো.কামাল আহম্মেদ পৌরযুবলীগ সভাপতি, সাংবাদিক এম এ আওয়াল, চান মিয়া সার, আশিকুর রহমান জামাল,সাব্বির আহম্মেদ সুবির, ফয়সাল আহম্মেদ,বিএনপির নেতা মেহেদী হাসান পলাশ, কমিশনার মো. অহিদ মাষ্টার,শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ ছাএলীগ সভাপতি, জুয়েল আহম্মেদ,প্রমুখ ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ