১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতি দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন: দুদু

নিজস্ব প্রতিবেদক:

নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশ ছাড়ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামক একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, যে দেশে নিরাপত্তাহীনতার কারণে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয়, সে দেশে আর থাকলো কী?
তিনি বলেন, গতকাল সংবর্ধনার নামে আওয়ামী লীগ যা করেছে তা দেশের ইতিহাসে কলংকজনক অধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, ভাল কাজ করলে শুধু আওয়ামী লীগ নয়, আপনাকে জনগণও সংবর্ধনা দেবে। আপনার যদি ভাল কাজ করার ইচ্ছে থাকে তাহলে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ