১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

শাহজালালে সোনা জব্দ ৩ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনা জব্দ করার ঘটনা ঘটেছে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে সোনার চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে করে একটি তৈরি পোশাক কারখানার নামে আমদানি করা ৪ রোল (২২ কেজি) একটি কাপড়ের চালান আসে। চালানটি স্যাম্পল হিসেবে সিঙ্গাপুর থেকে রবিন নামে এক ব্যক্তি পাঠিয়েছেন। বিমানটি শাহজালালে অবতরণের পর কার্গো থেকে শুল্ক গোয়েন্দা সদস্যরা চালানটি আটক করে।

পরে কাপড়ের চালানটি স্ক্যানিংয়ে দিলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এর পরে কাস্টামস হলে এনে সব সংস্থার উপস্থিতে কাপড়ের চালানটি খুলে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ