২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

কুড়িগ্রামে অস্ত্রসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম শহরের আলোচিত সন্ত্রাসী আজিজুল হক ওরফে ডাকাত আজিজুলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হলেও শুক্রবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

গ্রেফতার আজিজুল হক শহরের দাদা মোড় সংলগ্ন চৌধুরী পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুস সোবহান জানান, আজিজুল পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলা, ৫টি চাঁদাবাজি মামলা, একটি ছিনতাই মামলা এবং মাদকসহ অন্যান্য আরও ৮টি মামলা বিচারাধিীন রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রওশন জানান, বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে আজিজুল হক ওরফে ডাকাত আজিজুল দাদামোড় এলাকার এস এন, নাবিল, খাজা, ও হানিফ ডে-কোচ কাউন্টারে দেশি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এ খবর পেয়ে সদর থানার একটি বিশেষ টিম অভিযানে নামে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আজিজুল ঘন ঘন স্থান পরিবর্তন করতে থাকে। তিন দফা অভিযান ব্যর্থ হওয়ার পর বিকেলে চতুর্থবারের অভিযানে দাদামোড় এলাকা থেকে আজিজুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ৬:৪৬ অপরাহ্ণ