১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন গওহর রিজভী

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

আজ সকালে তিনি প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এদিকে, আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে দিকে তিনি প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসেন তার ছোট ভাই রবীন্দ্র কুমার সিনহা। তিনি শুক্রবার সকাল সাড়ে নয়টায় পায়ে হেঁটে বাসভবনের ভেতরে প্রবেশ করেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি ছুটির আবেদন করেছেন বলে গণমাধ্যমে খবর আসে। এদিকে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসায় যান আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এস কে সিনহার বাসভবনে গিয়ে প্রায় ৪০ মিনিট পর বের হয়ে আসেন আইনমন্ত্রী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে হেয়ার রোডের বাসা থেকে স্ত্রীসহ বের হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসেন এস কে সিনহা। এসময় প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন।

অসুস্থতার কারণে প্রধান বিচারপতি এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানিয়েছিলেন। আলোচনা প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ প্রকাশ কয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির একজন সদস্য গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় বলেন, প্রধান বিচারপতির নামে করা ছুটির আদেবনপত্রটি ভুয়া। তাঁর প্রকৃত স্বাক্ষরের সঙ্গে এই আবেদনের স্বাক্ষরের কোনো মিল নেই বলেও দাবি করা হয় দলটির পক্ষ থেকে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ১:৪০ অপরাহ্ণ