নিজস্ব প্রতিবেদক:
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘রোহিঙ্গারা নির্যাতিত। তাদের নিয়ে যদি কেউ অবৈধ ব্যবসা ও অপরাধ করে তাদের আমরা ছাড় দেব না। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিন
র্যাবের ডিজি আরও বলেন, ‘মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় কাজ করবে র্যাব। এজন্য র্যাবের জনবল বাড়ানোসহ টেকনাফে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। যাতে করে সবার নিরাপত্তা বিধানে র্যাব আইনি ভূমিকা রাখতে পারে।’
তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্য নির্যাতিত এসব রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখা। এজন্য কোনও রোহিঙ্গা যাতে এই নির্দিষ্ট জায়গার বাইরে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ এজন্য স্থানীয় জনগণ ও সমাজের বিভিন্ন পেশার মানুষের সহায়তা কামনা করেন তিনি।
এরপর ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন র্যাবের মহাপরিচালক।
দৈনিক দেশজনতা /এন আর