৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:২৩

বেনাপোলে সোনার বারসহ ২যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বৃহস্পতিবার সকালে  ৮টি সোনার বারসহ দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ।
তারা হলো- মাদারীপুরের শিবচর উপজেলার আব্দুর রহিম মোল্যার ছেলে জনি মোল্যা ও শরীয়তপুরের জাজিরা উপজেলার আকবর শেখের ছেলে সুজন মিয়া ।
শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমস এলাকা  থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮টি সোনার বার পাওয়া যায়।
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ