২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

বিশ্বকাপের আগে ইতালির লোগো পরিবর্তন

স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে ২ অক্টোবর চার তারকাযুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো টাভেচ্ছিও এ প্রসঙ্গে বলেন, আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চারবারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত। অন্য দিকে নতুন লোগো প্রকাশের পাশাপাশি আধুনিক ডিজাইনের ২০১৮ সালের বিশ্বকাপের জন্য জাতীয় দলের নতুন জার্সিও তৈরির কাজ চলছে। যেটি চলতি মাসের শেষ দিকে জনসম্মুখে উপস্থাপন করা হবে। ১৯১১ সালে প্রথমবারের মতো নীল জার্সি পরতে শুরু করে আজ্জুরিরা। এখন পর্যন্ত ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে। তবে ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। অবশ্য জার্মানিও চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে ইতালি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ