১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

শাবিতে চা বাগান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক চা বাগানের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের উদ্যোগে এ বাগানের কার্যক্রম শুরু হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী টিলায় এ বাগানের উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।এর আগে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় একটি প্রজেক্টের অধীনে ২০১৩ সালে দশমিক শূন্য এক ছয় হেক্টর জায়গার উপর ৩০০টি চা গাছের চারা রোপণের মাধ্যমে বাগানের যাত্রা শুরু হয়। বর্তমানে সেটি বেড়ে দশমিক শূন্য তিন ছয় আট হেক্টর জায়গার উপর প্রায় এক হাজার চায়ের গাছ রয়েছে।বাগানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অধ্যাপক ড. ইফতেখার আহমদ। তিনি জানান, এ বাগানে ১৮-২০ প্রজাতির চায়ের গাছ রয়েছে।

এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে বাগান উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, ‘এই চা বাগান হওয়ায় শিক্ষার্থীদের গবেষণা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থেকে সহযোগিতা করবে।’

অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে গবেষণার ক্ষেত্রে এই চা বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন চা বাগানে গিয়ে ফিল্ড ওয়ার্ক করত। তবে বর্তমানে শিক্ষার্থীরা এখানে চা ও চা গাছের উপর গবেষণা এবং ফিল্ড ওয়ার্ক করার সুবিধা পাচ্ছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন এফইটি বিভাগের প্রফেসর ড. ইফতেখার আহমদ, সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার, সহকারী অধ্যাপক রওশন আরা, ড. রাজিয়া সুলতানা চৌধুরী, মো. জহুরুল ইসলাম জহির, মো. মনির হোসেন, মুক্তা রায় ও কামরুন্নাহার মোনালিসাসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

n/h =ddj

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ