নিজস্ব প্রতিবেদক
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক চা বাগানের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের উদ্যোগে এ বাগানের কার্যক্রম শুরু হয়।
এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে বাগান উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, ‘এই চা বাগান হওয়ায় শিক্ষার্থীদের গবেষণা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থেকে সহযোগিতা করবে।’
অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে গবেষণার ক্ষেত্রে এই চা বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন চা বাগানে গিয়ে ফিল্ড ওয়ার্ক করত। তবে বর্তমানে শিক্ষার্থীরা এখানে চা ও চা গাছের উপর গবেষণা এবং ফিল্ড ওয়ার্ক করার সুবিধা পাচ্ছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন এফইটি বিভাগের প্রফেসর ড. ইফতেখার আহমদ, সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার, সহকারী অধ্যাপক রওশন আরা, ড. রাজিয়া সুলতানা চৌধুরী, মো. জহুরুল ইসলাম জহির, মো. মনির হোসেন, মুক্তা রায় ও কামরুন্নাহার মোনালিসাসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
n/h =ddj