নিজস্ব প্রতিবেদক:
আজ বিশ্ব শিক্ষক দিবস। যথাযথ মর্যাদায় বিশ্বব্যাপী পালিত হবে দিবসটি। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর এই দিবস পালিত হয়ে আসছে। এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’।
শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য প্রতিবছর দিবসটি পালন করা হয়। বিশ্বের ১০০টির মতো দেশে শিক্ষক দিবস পালিত হয়ে থাকে।
এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রfখে।
দিবসটি পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিরসাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি এ বছর ১৮ অক্টোবর দিবসটি পালন করবে বলে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ