নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানের পরও বন্ধ হচ্ছে না উল্টোপথে গাড়ি চলাচল। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টোপথে চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ।
এতে এবার সরকারি কর্ম কমিশনের এক সদস্যের, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তার গাড়ি ধরা পড়ে। ট্রাফিক পুলিশ এই তিন কর্মকর্তার গাড়ির নামে মামলা দিয়ে জরিমানা আদায় করে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে ডিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। কাকরাইল মোড় থেকে উল্টো পথে চলে আসা মোটরসাইকেল-সিএনজিসহ গাড়ি আটকানো হয়। দেড় ঘণ্টার অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৪৪টি যানবাহনকে। এর মধ্যে সরকারি গাড়ি রয়েছে ১১টি।
তিনি বলেন, ‘হেয়ার রোডে ভিআইপি গাড়ি বেশি আসে এবং অনেকে উল্টোপথে গাড়ি চালান।’
আজকের অভিযানের সময় উল্টোপথে আসায় সরকারি কর্ম কমিশনের সদস্য শাহজাহান আলী মোল্লার গাড়ি আটকে দেয়া হয়। যদিও তিনি সেসময় গাড়িতে ছিলেন না। পরে মামলা ও জরিমানা করে গাড়িটি ছেড়ে দেয়া হয়। অভিযানে রাজউক এবং পিডিবির দুই কর্মকর্তার গাড়িও উল্টো পথে আসায় ধরা পড়ে। পরে মামলা ও জরিমানা করা হয়।
চলমান অভিযানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল গেল সপ্তাহে সচিবালয়ে এক অনুষ্ঠানে জানান, সড়কে উল্টোপথে চলা গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

