নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের পাঁচটি প্রস্তাবনার মধ্যে ‘সেফ জোনের’ প্রস্তাবনাকে ‘ভুল’ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘রোহিঙ্গাদের সেফ জোনে নিয়ে সেখানে খাঁচার মধ্যে রাখা, এটি কিন্তু সত্যিকারের মানবিক সমাধান হতে পারে না।’
তিনি বলেন, ‘সেফ জোনের মতো ব্যবস্থা যদি আমরা নিই, সেটা হবে একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা। এতে রোহিঙ্গা সমস্যা জমাটবদ্ধ হয়ে থাকবে।’বুধবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘সেফ জোন প্রস্তাবনা বাস্তবায়িত হলে রোহিঙ্গা সমস্যা থেমে থাকবে। সেটার আর কোনো অগ্রগতি হবে না। কাজেই সেই ধরনের অন্তর্বর্তীকালীন সমাধান, যে সমাধান সত্যিকার সমাধানকে ব্যাহত করে, বিএনপি সেই প্রক্রিয়াকে সমর্থন করে না।’
তিনি বলেন, ‘সেটি মানবিক দিক থেকে যেমন অগ্রহণযোগ্য, তেমনি রাজনৈতিক ও আত্ম-সামাজিক দিক থেকেও অগ্রহণযোগ্য।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর