নিজস্ব প্রতিবেদক:
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের চেহলাম ও দোয়া মাহফিল আগামী ১৩ অক্টোবর, শুক্রবার।
রাজধানীর কলাবাগান মাঠে সকাল ১১টায় শুরু হবে চেহলাম ও দোয়া মাহফিলের এ অনুষ্ঠান। মধ্যাহ্নভোজ শুরু হবে দুপুর ১২টা থেকে। শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ চেহলামের আয়োজন করা হয়েছে।
শিল্পীর স্ত্রী হালিমা জব্বার জানান, বাংলার অনেক কালজয়ী গান আব্দুল জব্বারের কণ্ঠে গীত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ও তার গান মুক্তিযোদ্ধাদের বীরদর্পে সম্মুখযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। এভাবেই তিনি দীর্ঘ ৬০ বছর সঙ্গীতাঙ্গণে বিচরণ করে দেশব্যাপী সৃষ্টি করেছেন অসংখ্য সঙ্গীতপ্রেমী ও ভক্ত-অনুরাগী। তাদের সেই প্রাণপ্রিয় শিল্পীর স্মরণেই এ চেহলামের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
এ কন্ঠযোদ্ধা গত ৩০ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
দৈনিক দেশজনতা /এন আর