১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে ছাত্রলীগ নেতা বিমল পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিমল শেরে বাংলা কৃষি বিশ্বদ্যিালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশের উপ-পরিদর্শক হাসান জামিল খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রেপ্তার বিমল পালকে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, রবিবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় কানাবাড়ি মসজিদ অতিক্রমকালে শোভাযাত্রা থেকে মাইক্রোফোনে মসজিদ নিয়ে কটুক্তি করেন।

কয়েক যুবক সেটি ভিডিয়ো করে ফেইসবুকে আপলোড করেন। এ নিয়ে শুরু হয় চরম উত্তেজনা। ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, উত্তেজনা প্রশমনে গোপালপুর থানায় গত মঙ্গললবার সন্ধ্যায় থানায় মামলা হয়। ১২ ঘণ্টা পর মামলার একমাত্র আসামি বিলাস পালকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম বলে জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ