১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩

২৫ দিন পর জঙ্গলে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজের ২৫ দিন পর গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে সাইদুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। নিহত সাইদুর রহমান কাশিমপুরের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় ধানসিঁড়ি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, সাইদুর গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

নিখোঁজের ঘটনায় তার চাচাতো ভাই আবুবকর সিদ্দিক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ওই যুবককে আটক করা হয়।তার দেয়া তথ্যানুযায়ী, অপর দুই সহযোগীকে আটক করলে তারা স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বুধবার সকালে কাশিমপুরের বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাইদুরের শিয়ালে খাওয়া লাশ উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ