১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

মিয়ানমার আইওয়াশ করছে: মঈন খাঁন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য যৌথ ওয়ার্কিং কমিটির নামে মিয়ানমার আইওয়াশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাঁন। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার প্রতিটি পদক্ষেপে ব্যর্থ, তাই রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ীর পথে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেন ড. মঈন খান। বুধবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

তিনি বলেন, ‘১৯৯২ সালে খালেদা জিয়া সরকার যখন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল তখন বর্তমান সরকারদলীয় নেতারা বিরোধিতা করেছিল। এখনও শেখ হাসিনার দল শুরুর দিকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিরোধিতা করেছিলো। সেই সময় বিশ্বজুড়ে রোহিঙ্গাদের পক্ষে মানবিক জনমত সৃ্ষ্টি হয়। তখন হঠাৎ আওয়ামী লীগও তার রূপ পরিবর্তন করে মানবিক দৃষ্টি দেখাতে শুরু করলো। এতেই বোঝা যায়, রোহিঙ্গাদের সংকট সমাধানে সরকার আন্তরিক নয়। বিশ্ব জনমতের চাপে তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।’

মঈন খান আরও বলেন, মিয়ানমারে যদি রোহিঙ্গাদের আর্থ-সামাজিক অবস্থা ফিরিয়ে দেয়া না হয় তাহলে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিবে। আর এতে চরম মূল্য দিতে হবে বাংলাদেশের মানুষকে। প্রথমদিকে দেশের মানুষ সাহায্য নিয়ে এগিয়ে না আসলে রোহিঙ্গা সমস্যা কাটিয়ে উঠতে পারতো না বর্তমান সরকার।’

রোহিঙ্গাদের পাশে বিএনপি বিগত দিনেও ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী, জেলা তরুণ দল নেতা আমানুর হক বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ২:১৮ অপরাহ্ণ