২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৬

স্বাস্থ্য প্রকৌশলের পাঁচ ই-টেন্ডারে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে মোট নয়টি কাজের পাঁচটি ই-টেন্ডার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ই-টেন্ডার কার্যক্রম অব্যাহত রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। ঐশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেনের করা পৃথক পাঁচটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত ২০ সেপ্টেম্বর এক আদেশে পাঁচটি ই-টেন্ডার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন।

যে পাঁচটি ই-টেন্ডারের বিষয়ে আইনি বিরোধ সেগুলো হলো ২৭ আগস্ট আহ্বান করা নোয়াখালীর কবিরহাট উপজেলার ১০ শয্যাবিশিষ্ট ধানসিঁড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফেনীর সোনাগাজী উপজেলার আমিনাবাদ ইউনিয়নের সোনাপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র এবং নরসিংদীর শিবপুর উপজেলার নিমগাঁওয়ে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র নির্মাণ; ২৪ আগস্ট আহ্বান করা গাজীপুরের কাপাসিয়া নার্সিং কলেজ ও হোস্টেল ভবন বর্ধিতকরণ; ২০ আগস্ট আহ্বান করা ভোলার চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যা উন্নীতকরণ, সংস্কার ও মেরামত; ১৭ আগস্ট আহ্বান করা রংপুর জেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং একই তারিখে আহ্বান করা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ, এফডব্লিউভিটিআই নির্মাণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ