১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

বিচার বিভাগ স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে এনে সরকার দেশে বাকশাল কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, ৫ জানুয়ারির একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পরই সরকার গুম-খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধীদলের নেতাকর্মীদেরকে কোনঠাসা করে রাখছে।
তিনি বলেন, সুবিচার পাওয়ার সর্বশেষ ভরসা বিচার বিভাগও এখন স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকার হয়েছে। সরকার এখন দেশে বাকশাল কায়েমের অপচেষ্টায় রত আছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ