১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩

লাস ভেগাসের হামলাকারী অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাস ভেগাসের মিউজিক কনসার্টে হামলাকারীকে ‘অসুস্থ ও বিকৃত মস্তিষ্কের লোক’ বলে মন্তব্য করেছেন। রোববার এ হামলায় এখন পর্যন্ত ৫৯ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন। হামলাকারী ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডোক এক ব্যক্তি এ বেপরোয়া হত্যাকাণ্ড চালান।

লাস ভেগাসে পর্যটকমুখর মান্দালাবে রিসোর্ট ও ক্যাসিনোতে আয়োজিত কনসার্টে হোটেলের ৩২ তলার ওপর থেকে বেপরোয়া গুলিবর্ষণ করেন প্যাডোক। পরবর্তীতে হোটেল কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোয়াট টিম হোটেল কক্ষে প্রবেশের আগে প্যাডোক নিজের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প বলেন, ‘প্যাডোক অসুস্থ্য ও বিকৃত ভারসাম্যহীন ছিলেন। তার মধ্যে আমি অনেক সমস্যা দেখছি।’ তিনি এ ঘটনাকে অভ্যন্তরীণ নিরাপত্ত পরিস্থিতির অবনতি হিসেবে দেখছেন।

হোয়াইট হাউসে এক ভাষণে তিনি বন্দুক সংক্রান্ত আইনগুলোকে নতুন করে সংস্কারের দেখবেন বলে জানান। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

এ ঘটনার সাথে কথিত জঙ্গি সংগঠন আইএসের সম্পৃক্ততা নাকচ করে দেয় মার্কিন পুলিশ।  প্যাডোক কেন এ হামলা ঘটালেন এর কারণ অনুসন্ধান করছে পুলিশ এখনো। তদন্তকারীরা ধারণা করছেন তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন তবে সেটি এখনো নিশ্চিত হতে পারেননি তারা। সূত্র: বিবিসি

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ