১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ল ৩ তরুণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কর্নাটক প্রদেশের বিডাডিতে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারা গেল তিন তরুণ। প্রদেশের রাজধানী বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বিডাডি এলাকাটি। মঙ্গলবার সকালে ঘটা দুর্ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। অবশ্য পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি কেন ট্রেনের এত কাছাকাছি গিয়েছিল তিন তরুণ।

পুলিশ এনডিটিভিকে জানায়, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা মারা যায়। দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা বেঙ্গালুরুর ন্যাশনাল কলেজের ছাত্র। তিন তরুণ ঘুরাঘুরি করছিল। দুর্ঘটনার আগে বেঙ্গালুরুর বিনোদন পার্ক ‘ওয়ান্ডারলা’ ঘুরে এসেছিল তারা। তারপর রেললাইন দিয়ে ঘুরাঘুরি ও ছবি তুলছিল। এক পর্যায়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়েই তারা মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বেঙ্গালুরুতেই সপ্তাহখানেক আগে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মরেছিল এক শিক্ষার্থী। বেঙ্গালুরু ন্যাশনাল কলেজের জয়নগর ব্রাঞ্চের কিছু ছাত্র যখন পুকুরে সেলফি তুলছিল তখন তাদেরই অপর এক সহপাঠী ডুবছিল। সেলফির ক্যামেরায় তার ডুবন্ত মাথার ছবি আসলেও তা বন্ধুদের নজরে আসেনি। নিহত সেই ১৭ বছর বয়সী কলেজছাত্রের নাম ছিল বিশ্বাস জে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৬:২৫ অপরাহ্ণ