১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে এয়ার সার্ভিস চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) এএস (এয়ার সার্ভিস) চুক্তি সম্পাদিত হয়েছে।মঙ্গলবার দুপুরে দুবাইয়ের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ইউএইয়ের অর্থমন্ত্রী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল সুলতান বিন সিদ আল মনসুরি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির ফলে বিমান বাংলাদেশ ও আরব আমিরাতের বিমান সংস্থাগুলোর বর্ধিত ফ্রিকোয়েন্সি, রুট সুবিধা পাওয়ার দ্বার উন্মুক্ত হবে।

চুক্তি সইয়ের আগে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বিমান ও পর্যটনমন্ত্রী জানান, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা না দেওয়ায় এ সম্ভাবনা বিঘ্নিত হচ্ছে। মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেও এ ভিসা প্রদান পুনরায় চালু করতে তিনি ইউএই সরকারের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাওয়া এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ, বিশেষজ্ঞ প্রেরণ, প্রাতিষ্ঠিানিক শিক্ষা ও প্রশাসনিকসহ বিভিন্ন বিষয়ে আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে ইউএই কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

মেনন আরো জানান, বাংলাদেশে প্রশিক্ষিত ফ্লাইট ক্রু, ফ্লাইট ইঞ্জিনিয়ার, এয়ার ক্রাফট ইঞ্জিনিয়ার ও কেবিন ক্রু আছে। তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জন্য ইউএইএ-এর বিমান সংস্থাগুলোকে অনুরোধ করেন তিনি।

ইউএই কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ভিসা প্রক্রিয়া চালুসহ সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ