১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

প্রধান বিচারপতি ইস্যুতে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির বিষয়কে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে বিএনপি।আজ মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা জানান।
প্রধান বিচারপতির ছুটির বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আমরা সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসবো। বৈঠকে আমাদের দলের সিনিয়র আইনজীবীরাও উপস্থিত থাকবেন।
বৈঠক শেষে দলের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ