১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

২৪ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী আটক

দৈনিক দেশজনতা ডেস্ক:

 

বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে মঙ্গলবার দুপুরে ২৪ লাখ টাকাসহ দুই ভারতীয় নারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছেন কর্মকর্তারা। আটককৃতরা হচ্ছেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নারয়ণপুর গ্রামের আব্দুল শেখের দুই কন্যা জেহাবাইদা খাতুন (৩৪) ও রেশমা খাতুন (৩২)।

বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন জানান, ভারত থেকে এই পথে বিপুল পরিমাণ হুন্ডির টাকা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে দুপুরের দিকে কাস্টমস কর্মকর্তারা তাদের ব্যাগেজ তল্লাশি করে ২৪ লাখ টাকা ও পাঁচ হাজার রুপিসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ