১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ অবস্থার সৃষ্টি হয়। রাজশাহী বাস মালিক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি এবং সিরাজগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বে সিরাজগঞ্জ-রাজশাহী, সিরাজগঞ্জ-পাবনা ও কুষ্টিয়া রুটে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে রাজশাহী-সিরাজগঞ্জ, রাজশাহী-ঢাকা, সিরাজগঞ্জ-পাবনা ও সিরাজগঞ্জ-কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন সরকার সাংবাদিকদের বলেন, চাঁদাবাজির উদ্দেশে ১০/১২টি বাস বেশ কিছু লেগুনা ও অ্যাম্বুলেন্স নিয়ে ‘সিরাজগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপ’ নামে উল্লাপাড়ায় পৃথক একটি সংগঠন করা হয়েছে। ওই সমিতির নামে তারা দীর্ঘদিন ধরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। বিষয়টি রাজশাহী মালিক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করলেও তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এ কারণে সোমবার সকাল থেকে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে।

সিরাজগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, আমাদের সংগঠন বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন করা। কিন্তু জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি এ সংগঠনকে ভুয়া বলে দাবি করছে। এ কারণেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

রাজশাহী বাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, সিরাজগঞ্জ জেলায় বাস মালিকদের দু’টি সংগঠনের দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা রুটসহ যশোর, খুলনা, কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ