২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৬

জাতিসংঘ ও বাংলাদেশকে ধন্যবাদ জানাল আরসা

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের আরাকান রাজ্যে স্থানীয় সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর দমন পীড়নের প্রতিবাদ করায় জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দেশটির বিদ্রোহী সংগঠন আরসা (Arakan Rohingya Salvation Army)। মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, রাখাইনের অধিবাসী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার নিরাপত্তা বাহিনী যেভাবে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন করছে তার তীব্র নিন্দা গোড়া থেকেই জানিয়ে আসছেন জাতিসংঘ মহাসচিব। এই ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন এবং রিপোর্টও প্রকাশ করেছেন।

তার সংস্থা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এই সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে চাপ দিতে বদ্ধপরিকর। এমন অবস্থানের কারণে জাতিসংঘ এবং সংস্থার মহাসচিব মাননীয় অ্যান্তোনিয় গুতেরেস’কে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার সবাই অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে।

একই সঙ্গে ওই বিবৃতিতে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানানোয় জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকেও ধন্যবাদ জানায় আরসা। বিশেষ করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ায় জাতিসংঘসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বলিভিয়া, উরুগুয়ে এবং বাংলাদেশকে ধন্যবাদ জানায় সংগঠনটি।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা (UNHRC)মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন অভিযানকে জাতিগত নির্মূলের পাঠ্য পুস্তকের উদাহরণ হিসেবে যে আখ্যা দিয়েছে তারও উল্লেখ করে আরসা। আরসার কমান্ডার ইন চিফ আতাউল্লাহ স্বাক্ষরিত ওই বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আড়াল করতে মিয়ানমার সরকার যে অপচেষ্টা চালাচ্ছে বিদ্রোহী সংগঠনটি তারও নিন্দা জানায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ