২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৫

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ফের ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীরা আত্মঘাতী হামলা চালাল। এ বার শ্রীনগর বিমানবন্দরের কাছে একটি বিএসএফ ক্যাম্পে। ওই ক্যাম্প লাগোয়া একটি বিমানঘাটি রয়েছে। মঙ্গলবার ভোরের ওই ঘটনায় তিন জন বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে দুইজন মারা গিয়েছে। এখনও দু’পক্ষের লড়াই চলছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, ওই ক্যাম্পে আরও কয়েক জন লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্রীনগরের ওই বিএসএফ ক্যাম্পে এ দিন ভোর পৌনে চারটে নাগাদ চার জন সশস্ত্র ব্যক্তি এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে ঢুকে পড়ে। আচমকা হামলায় কয়েক মুহূর্তের জন্য জওয়ানরা হতচকিত হয়ে পড়েন। কিন্তু, পর মুহূর্তেই তাঁরা পাল্টা গুলি চালান। ঘটনাস্থলেই এক ব্যক্তি লুটিয়ে পড়ে। পরে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও, এখনও গোলাগুলির আওয়াজ ভেসে আসছে। কুইক অ্যাকশন টিম এবং স্পেশ্যাল অপারেশনস গ্রুপ যৌথভাবে লড়াইয়ে নেমেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ২:৩৭ অপরাহ্ণ