১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

মেষের দিন শুভ মিথুনের প্রত্যাশা পুরণে বাধা

মেষ রাশি : (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ আপনার বিদেশ সংক্রান্ত কাজ কর্ম শুভ। বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। টেইলার্স ব্যবসায় ভালো লাভ হতে পারে। কোনো টেন্ডারের কাজের সুযোগ পেয়ে যাবেন। ছোট ভাই বোনের পরীক্ষার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। প্রতিবেশীর সাথে কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হতে পারে।

 বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে) ব্যবসায়িক কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। আপনার যানবাহন ব্যয় বৃদ্ধি পাবে। অনাকাঙ্খিত কোনো ঘটনার সম্মূখীন হতে হবে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বিশেষ করে বিদেশে নাগরীক হওয়ার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হতে পারে।

মিথুন রাশি : (২২ মে – ২১ জুন) আজ আপনার প্রত্যাশা পূরণে বাধার সম্মূখীন হতে পারেন। গৃহ ভূমি আবাসন ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে। কোনো আত্মীয়র কারণে গৃহে বিবাদের আশঙ্কা প্রবল। পারিবারিক সুখ শান্তির অবনতি ঘটবে। কর্মস্থলে কোনো ভালো ঘটনা আপনাকে আনন্দ দেবে।

কর্কট রাশি : (২২ জুন – ২২ জুলাই) আজ দিনটি আপনার জন্য শুভ নয়। কর্মস্থলে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকারা আজ অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন। আপনার অনৈতিক কর্মকাণ্ড ও সম্পর্ককে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। কাজের লোকের কারণে কোনো গোপনীয় সম্পর্কের কথা বাড়ির মানুষ জেনে যাবে।

সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট) আজ দিনটি আপনার জন্য ধন লাভের জন্য অনুকূল। বহু উৎস থেকে ধনলাভের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। বিকালের পরে বাহিরে বিনোদনে যেতে পারেন।

কন্যা রাশি : (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) আপনার সাহস ও পরাক্রম দেখে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে। কোনো মহৎ কাজের উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ার সুযোগ পাবেন। ব্যবসায়িক কোনো চিন্তাভাবনা বাস্তবায়নের এটাই সুবর্ণ সময়। নতুন কোনো আইডিয়া পেতে পারেন। সফটওয়ার নির্মাতাদের দিনটি চমৎকার কাটবে। গল্পকার ও ছড়াকারদের নতুন নতুন লেখার যোগ প্রবল।

তুলা রাশি : (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) যেকোনো মিডিয়াতে বেশি সময় দেওয়ার কারণে পরীক্ষা খারাপ হতে পারে। আপনার সহপাঠী কারো সাথে আপনার সম্পর্কটা ভালো জমে উঠবে। তবে কোনো বন্ধুর কারণে অঙ্কুরেই তা বিনষ্ট হবার আশঙ্কা প্রবল। সহজে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

বৃশ্চিক রাশি : (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) আপনি যদি মিডিয়া ব্যবসায়ী বা প্রকাশনার ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসায় সাফল্য লাভের যোগ প্রবল। বন্ধুদের সাথে আজ কোথাও একত্রে ঘুরতে যেতে বা দীর্ঘসময় আড্ডা দেবার যোগ রয়েছে। খুচরা ব্যবসায় ধন বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি : (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) অফিসের অধীনস্থ কর্মচারীদের কাজের চাপ কম থাকবে। বড় নেতার সাথে কোনো আলোচনায় সফল হতে পারেন। বেসরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বিদেশ থেকে কিছু ধনলাভের সুযোগ আসতে পারে। বড় কর্মকর্তার সাহায্য পেতে পারেন।

মকর রাশি : (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) ব্যবসায়িক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অংশিদারী কোনো ব্যবসায় ভালো আয় হতে পারে। বিবাহিত জীবনে কোনো কারণে সঙ্কটে পড়তে পারেন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আরো সতর্ক হয়ে চলতে হবে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন।

কুম্ভ রাশি : (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) আজ আপনার আর্থিক অবস্থা ভালো যাবে না। আর্থিক সঙ্কটের কারণে অপ্রত্যাশিত ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। পুলিশ প্রসাশনের লোকেদের কারো দ্বারা অযথা হেনস্তার সম্মূখীন হতে পারেন। শেয়ার বাণিজ্যে আজ লোকসান গুনতে হতে পারে। রাস্তাঘাটে কোনো ঝামেলায় পড়তে পারেন।

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) বিদেশে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে। মনে রাখতে হবে। তবে বিদেশে যাওয়ার আগে আপনার স্বাস্থ্য ক্ষমতা সম্পর্কে চিন্তা করে নিলে ভালো করবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক উদ্দেশে কোনো স্থানে যেতে পারেন। আমদানি-রপ্তানি বাণিজ্য শুভ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ