১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

সাভারে গৃহবধূসহ দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে পৃথক স্থান থেকে এক গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যজন লিফট অপারেটর। মঙ্গলবার সকালে সাভারের হরিণধরা এবং উলাইল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সাভার উলাইল এলাকায় অবস্থিত ডেনিটেক্স কারখানার লিফট অপারেটর রুহুল আমিনকে সকালে কারখানার লোকজন অচেতন অবস্থায় বেজমেন্টে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে। পা পিছলে লিফট থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।

অন্যদিকে, সাভারের তেঁতুলঝড়ার হরিনধরা এলাকায় মাজেদা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাজেদার স্বামী জসিম উদ্দিন তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে নিহতদের স্বজনদের দাবি। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১:৫১ অপরাহ্ণ