১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫
Scenes of the wounded, chaos and confusion at the Las Vegas shooting.

লাস ভেগাসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কাউন্ট্রি মিউজিক কনসার্টে গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতের ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। রয়টার্স ও বিবিসির সংবাদ।

রয়টার্স জানাচ্ছে, ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডোক নামের নিহত এক ব্যক্তি এ বেপরোয়া হত্যাকাণ্ড চালান। লাস ভেগাসে পর্যটকমুখর মান্দালাবে রিসোর্ট ও ক্যাসিনোতে আয়োজিত কনসার্টে হোটেলের ৩২ তলার ওপর থেকে বেপরোয়া গুলিবর্ষণ করেন প্যাডোক। এ সময় অনেক মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।  বিবিসি ও রয়টার্স কনসার্টটিতে প্রায় ২২ হাজার দর্শকের সমাবেশ ছিল বলে উল্লেখ করলেও গার্ডিয়ান জানাচ্ছে এতে উপস্থিত ছিলেন ৪০ হাজারেরও বেশি লোক।

সোমবার পুলিশ বন্দুকধারী স্টিফেন পেডককে শণাক্ত করে। তিনি নেভাদার মেসকুটে এলাকায় অবসরকালীন নিবাসস্থলের বাসিন্দা ছিলেন। পুলিশ জানাচ্ছে, এ ঘটনা সে একাই ঘটিয়েছেন এবং এখনো জানা যাচ্ছে না কেন তিনি এ হামলা চালিয়েছে। কথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস ভয়াবহ এ হামলার জন্য দায় স্বীকার করলেও মার্কিন প্রশাসন জানাচ্ছে, এতে এ ধরণের কোন প্রমাণ খুঁজে পাননি তারা।

লাস ভেগাসের এফবিআই এর দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট আরওন রাউস বলেন, আমরা নিশ্চিত এ ঘটনার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কোন ধরণের জন্য যোগাযোগ নাই। পুলিশ বললো, প্যাডকের অপরাধের কোন রেকর্ড নেই।  কাউন্টি শেরিফ জোসেফ লম্বার্ডো সাংবাদিকদের বলেন, পুলিশ হোটেল রুমে প্রবেশের আগেই প্যাডেক নিজের গুলিতে আত্মহত্যা করেন। এসময় তার রুমে ১০টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই পুলিশের সোয়াট বাহিনী ঘটনাস্থলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে হামলাকারীকে খুঁজতে থাকে। পরবর্তীতে হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ দিকে সোয়াট বাহিনীর তড়িৎ অভিযানকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।  তিনি জানান, তাদের বিস্ময়কর পদক্ষেপের কারণে আরও অনেক জীবনরক্ষা পেয়েছে। বুধবার লাস ভেগাসে যাবার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ