১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

অপহৃত ফাদার উদ্ধার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

অপহৃত রাজধানীর কাকরাইল গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে উদ্ধার করা হয়েছে। আর অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সৌরভকে টঙ্গীর পাগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে।

টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, কাকরাইল গির্জার ফাদার শিশিরের বোন টঙ্গীর পাগার এলাকার একটি গির্জায় থাকেন। সোমবার বিকেলে শিশিরকে ফোন করে দুর্বৃত্তরা জানায়, তার বোন গুরুতর অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। এ খবরে শিশির মোটরসাইকেলে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছলে তাকে অপহরণ করে একটি কক্ষে আটকে রাখেন তারা।

পরে তার মোবাইল ফোন থেকে ফোন করে স্বজনদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই সময় শিশিরের চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা সৌরভকে গ্রেপ্তার করে এবং ফাদার শিশিরকে উদ্ধার করেন।

এ ঘটনায় ফাদার শিশির চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। এ বিষয়ে টঙ্গী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, ‘কারও অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না। সৌরভ ফাদারকে অপহরণে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ