১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরের একটি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটার দিকে ওই হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফের) তিন সদস্য আহত হয়েছেন। খবর বিবিসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের প্রতিহত করতে লড়াই করে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় চলছে।  ওই সেনা ক্যাম্প শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থিত। এটি একটি সুরক্ষিত এলাকা। বিমানবন্দর কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, বিমানের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। কোনো কর্মচারী, যাত্রী অথবা কোনো যানবাহনও বিমানবন্দরে ঢুকতে দেয়া হচ্ছে না। বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা এখনও সেনা ক্যাম্পের প্রাঙ্গণে অবস্থান করছে। তারা একটি ভবন দখল করে রেখেছে।

এখনও পর্যন্ত হামলাকারীদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে জইস-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ