১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

টাঙ্গাইলে মাত্রারিক্ত মদ পানে ২ জনের মৃত্

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গা পূজার দশমীর দিনে মদ পান করে রনজিত পাল (৫৫) এবং উত্তম পাল (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মৃত্যু হয়।
তাদের দু’জনের বাড়ি মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামে।

স্থানীয়রা জানায়, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে গিয়ে রনজিত পাল ও উত্তম পালসহ বেশ কয়েকজনে মদ পান করে। অতিমাত্রায় মদ পানের কারণে তারা অসুস্থ্য হয়ে পড়লে রনজিত পাল এবং উত্তম পালকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রনজিত পাল ও ভোর রাতে উত্তম পালের মৃত্যু হয়। পরে নিহত রনজিত পালের পরিবারের লোকজন সকালে হাসপাতাল থেকে লাশটি নিয়ে দাহ করে ফেলে। খবর পেয়ে পুলিশ উত্তম পালের লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, খবর পেয়ে রাতে হাসপাতাল থেকে উত্তমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ৭:৩৬ অপরাহ্ণ