ক্রীড়া প্রতিবেদক:
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নেয় কোহলির দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান প্রকাশ করলো ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি। যেখানে আগের অবস্থানেই আছে বাংলাদেশ।
১২০ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের সবার উপরে রয়েছে ভারত। মাত্র ১ রেটিং পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে দ্বিতীয় স্থানে ছিলো ভারত। সিরিজ জয়ে প্রোটিয়াদের টপকে শীর্ষে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া।
সিরিজ হারের পরও, তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সাথে অসিদের রেটিং সমান ১১৪ করে। ভগ্নাংশের হিসেবে সামান্য এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১১। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশ। দু’দলের রেটিং-এর ব্যবধান মাত্র ১। পাকিস্তানের ৯৫ ও বাংলাদেশের ৯৪।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং :
র্যাঙ্কিং দল পয়েন্ট রেটিং
১ ভারত ৫৯৯৩ ১২০
২ দক্ষিণ আফ্রিকা ৫৯৫৭ ১১৯
৩ অস্ট্রেলিয়া ৫৯৪৮ ১১৪
৪ ইংল্যান্ড ৬১৫৬ ১১৪
৫ নিউজিল্যান্ড ৫১২৩ ১১১
৬ পাকিস্তান ৩৮৮৫ ৯৫
৭ বাংলাদেশ ২৯০৫ ৯৪
৮ শ্রীলংকা ৫০৮৮ ৮৬
৯ ওয়েস্ট ইন্ডিজ ৩০৭৭ ৭৭
১০ আফগানিস্তান ১৬১৮ ৫৪
১১ জিম্বাবুয়ে ২১২৯ ৫২
১২ আয়ারল্যান্ড ১০২৮ ৪১
দৈনিক দেশজনতা /এন আর