আন্তর্জাতিক ডেস্ক:
ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলে সেনাদের গুলিতে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। সংখ্যাগরিষ্ঠ ফরাসি ভাষাভাষী অঞ্চলের আধিপত্য থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল ইংরেজি ভাষাভাষী এ অঞ্চলটি। সেই দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে সরকারি সেনারা গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। গত বছর থেকে স্বাধীনতার এই দাবি জোরালো হচ্ছে। ক্যামেরনের প্রেসিডেন্ট পল বিয়ার ৩৫ বছরের শাসনকালের বড় চ্যালেঞ্জ হিসেবে ভাবা হচ্ছে এটাকে।
এদিকে জেলখানার ভেতরেও বিক্ষোভের আগুন লেগেছে। ক্যামেরুনের কামবু শহরের মেয়র ডোনেটাস জং ফনূই এর বরাতে রয়টার্স জানায়, কারাগারে অন্তত ৫ জন কয়েদি নিহত হয়েছে। জেলখানায় আগুন লাগালে তাদেরকে গুলি করে হত্যা করে নিরাপত্তা কর্মীরা। বুলেটবিদ্ধ আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান শহরের মেয়র।
ক্যামেরুনের মধ্যে বিভেদের বীজ রোপণ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। জার্মানির সাবেক এই ঔপনিবেশটিকে বিজয়ী মিত্রশক্তি ফ্রান্স ও ব্রিটেন ভাগ করে নিয়েছিল। এজন্য দেশটিতে ফরাসি ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠের সাথে ইংরেজি ভাষাভাষী অঞ্চলও রয়েছে এবং তারা আলাদা হওয়ার জন্য দাবি জানিয়ে আসছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

