১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

অবশেষে ঘরের মাঠে রিয়ালের হাসি

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় অবশেষে ঘরের মাঠে জয় পেল রিয়াল মাদ্রিদ। ইসকোর জোড়া গোলে এসপানিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। চলতি মৌসুমে লিগে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে ভ্যালেন্সিয়া ও লেভান্তের সঙ্গে ড্র করে। তৃতীয় ম্যাচে হেরে যায় রিয়াল বেটিসের কাছে। রোববার চতুর্থ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম জয় পেল তারা। ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে বল দখল আর সুযোগ তৈরিতে আধিপত্য ছিল রিয়ালের। কিন্তু প্রথম গোলের দেখা পেতে স্বাগতিক দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। দলকে লিড এনে দেন ইকসো। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো বল থেকে স্প্যানিশ এই মিডফিল্ডারের শট খুঁজে নেয় অতিথিদের জাল।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন ইসকো। স্কোরলাইন হয়ে যায় ২-০। মার্কো এসেনসিওর বাড়ানো বল থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইসকো। এদিনও রোনালদো স্কোরশিটে নাম লেখাতে পারেননি। পর্তুগিজ ফরোয়ার্ড লিগে তিন ম্যাচে শট নিয়েছেন ২২টি। এর চারটি অন টার্গেটে। কিন্তু গোলের দেখা পাননি চারবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।
সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে লাস পালমাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১২:২৭ অপরাহ্ণ