১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৫১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজল মাহমুদ (২৪)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।

রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের ১ নং রোডের ১৯৩ নম্বর বাসা থেকে সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল আলম জানান, গলায় ফাঁস দিয়ে সজল নামের এক যুবক আত্মহত্যা করেছে এমন খবরে ওই বাসার ষষ্ঠ তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি হত্যা তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ